তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ষষ্ঠ শ্রেণি
অধ্যায় : ১
নৈব্যক্তিক প্রশ্নোত্তর
_________________________________________________________________
১। কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার খ. অপটিক্যাল ফাইবার
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
২। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৩। এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. প্রচার ও গণমাধ্যম খ. প্রকাশনা গ. বিনোদন ঘ. ব্যাংকিং
৪। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার হচ্ছে-
ক. ডিজিটাল ক্যামেরা খ. সিসি টিভি
গ. অপটিক্যাল ফাইবার ঘ. অনলাইন সংবাদ মাধ্যম
৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল –
i. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. পৃথিবীর যে কোন স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। তাসলিমা চৌধুরী মিশু ভর্তির সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
৭। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে তাসলিমা চৌধুরী মিশু কোনটি ব্যবহার করবে?
ক. সাধারণ চেক খ. ব্যাংক ড্রাফট
গ. এটিএম কার্ড ঘ. MICR চেক
৮। আমাদের দেশের কৃষকেরা তাদের সমস্যা তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তি?
ক. রেডিও খ. মোবাইল গ. ল্যান্ডফোন ঘ. টেলিভিশন
৯। পরীক্ষার ফলাফল জানতে কিসের মাধ্যমে ঝগঝ করা যায়?
ক. কম্পিউটার খ. রেডিও গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১০। স্ট্রবেরির মতো বিদেশি ফল চাষের সঠিক তথ্য জানার জন্য উত্তম মাধ্যম কোনটি?
ক. কম্পিউটার খ. টেলিভিশন গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১১। বাংলাদেশের কোন অনুষ্ঠান দেখে মাজহারুল ইসলাম রাকিব স্ট্রবেরি চাষে উৎসাহিত হন?
ক. মাটি ও মানুষ খ. ইত্যাদি গ. কৃষি দিবানিশি ঘ. বাংলার মাটি
১২। সভ্যতার শুরুতে মানুষ মনের ভাব প্রকাশ করত-
i. পাথরের ওপর ii. গাছের বাকলের ওপর iii. মাটির ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। পূর্বে লোকেরা তথ্য দেয়া-নেয়া বা বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার করত?
i. ইন্টারনেট ii. মাটি, পাথর iii. গাছের বাকল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। তিশার ভাইয়ের কম্পিউটারে কিসের সংযোগ থাকায় বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্ভব হল?
ক. টেলিফোনের খ. ইন্টারনেটের গ. প্রিন্টারের ঘ. স্ক্যানারের
১৫। রিয়াদ একটি বই ওয়েবসাইট থেকে নামাতে কী কী জিনিসের প্রয়োজন হবে?
ক. কম্পিউটার খ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ গ. কম্পিউটার, ওয়েবসাইট ঠিকানা
ঘ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ওয়েবসাইট ঠিকানা
১৬। কোনটি জাদুঘরের সামগ্রীতে পরিণত হচ্ছে?
ক. হাতে লেখা চিঠি খ. মোবাইল ফোন গ. ল্যান্ডফোন ঘ. কম্পিউটার
১৭। কোন আবিষ্কারের ফলে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অসীম সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. মোবাইল ফোন ঘ. অপটিক্যাল ফাইবার
উত্তর : ১.গ, ২.খ, ৩.ঘ, ৪.গ, ৫.ঘ, ৬.ক, ৭.গ, ৮.খ, ৯.ঘ, ১০.খ, ১১.গ, ১২.ঘ, ১৩গ, ১৪খ, ১৫ঘ, ১৬ক, ১৭খ।