জেএসসি বাংলা পড়াশোনা । মডেল টেস্ট-১ । সৃজনশীল অংশ (৩০ নম্বর)
১। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শারমিন আলম সর্বত্র মেধার স্বাক্ষর রেখেছেন। বাবা-মা চেয়েছিলেন মেয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হোক কিন্তু লেখাপড়া শেষ করে শারমিন গ্রামের সাধারণ নারীদের নিয়ে ব্যতিক্রমী এক কাজ শুরু করলেন। কিন্তু নতুন কাপড় আর পুরনো শাড়ি কাপড় দিয়ে কেবল সুই আর সুতার কারুকাজে সৃষ্টি করলেন এক অপূর্ব শিল্পসম্ভার। এ শিল্পই এখন শারমিনের ধ্যান-জ্ঞান। আজ তার অধীনে প্রায় ২০০ নারী কাজ করছেন। দেশে-বিদেশে সমানভাবে কদর তার তৈরি এই শিল্পের। তিনি বলেন, সুচের প্রতিটি ফোঁড়ে আমার বাংলা মায়ের সুখ-দুঃখ লুকিয়ে আছে।
ক) মোগল বাদশাহদের বিলাসের বস্তুটির নাম কী? ১
খ) লোকশিল্পের কথা স্মরণ করে আমরা গর্ববোধ করি কেন? ২
গ) উদ্দীপকের শারমিন আলমের পদক্ষেপ ‘আমাদের লোকশিল্পের’ প্রবন্ধের যে শিল্পকর্মকে নির্দেশ করে তা ব্যাখ্যা কর। ৩
ঘ) শারমিনের শিল্পটি আমাদের লোকশিল্পের একটি খণ্ডাংশ মাত্র পাঠ্য প্রবন্ধের আলোকে মন্তব্যটির সত্যতা যাচাই কর। ৪
২। শত বছরের সংগ্রাম শেষে;/ রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
* * * * * * * * * * * * * * * * * *
কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি;
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ক) কত সালে গণ-অভ্যুত্থান হয়েছিল? ১
খ) ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ এ আহ্বান করা হয়েছিল কেন? ২
গ) উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধটির সঙ্গে কীভাবে সম্পর্কিত বিশ্লেষণ কর। ৩
ঘ) ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-ই মূলত স্বাধীনতার আহ্বান’ উদ্দীপক ও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের আলোকে উক্তিটি মূল্যায়ন কর। ৪
৩। সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিগন্তের একটি পোষা কুকুর আছে। কুকুরটি সব সময় দিগন্তের আশপাশে থাকে। বাড়ির অন্যরা যত্ন না নিলেও দিগন্ত যত্নের ব্যাপারে সব সময় সতর্ক থাকে। পোষা কুকুরটি দিগন্তকে আপন করে নিয়েছে। সে কোথাও ঘুরতে বের হলে বা স্কুলে যাওয়ার সময় কুকুরটি তাকে খানিকটা পথ এগিয়ে দেয়।
ক) ‘অতিথির স্মৃতি’ গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর কয় মিনিট দেরি? ১
খ) ‘ওর মতো তুচ্ছ জীব শহরে আর নেই’ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ) উদ্দীপকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের বৈসাদৃশ্য কী? ব্যাখ্যা কর। ৩
ঘ) ‘অতিথির স্মৃতি’ ও উদ্দীপকের প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় ক্ষেত্রে পোষা প্রাণীর অনুভূতিই প্রাধান্য পেয়েছে?’ যথার্থতা বিশ্লেষণ কর। ৪অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।